হ-বাংলা নিউজ:
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় দুই জমজ ভাই ইশতিয়াক হোসাইন দ্বিতীয় স্হান ও ইসরাক হাসান চতুর্থ স্থান অধিকার করে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।তাদের এই বিরল সাফল্য কমিউনিটির সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ।
অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ইশতিয়াক হোসাইন ফুলব্রাইট বৃত্তি নিয়ে বিশ্বখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ও ইসরাক হাসান ফুলব্রাইট বৃত্তি নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে।
তাদের দু’জনেরই জন্ম বাংলাদেশে ২০০৬ সালে,যুক্তরাষ্ট্রে আসে ২০০৯ সালে।
তাদের বাবা ইকবাল হোসাইন ও মা জিনাত পারভিন, গ্রামের বাড়ি বাংলাদেশের নরসিংদী সদরে ।
ছোটবেলা থেকেই কৃতি দু’ভাইই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেদের ব্যাপৃত রেখেছিল।তাদের অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে ।
অষ্টম গ্রেডে তারা দুই ভাই একসাথে ভ্যালেডিকটোরিয়ান
হিসেবে প্রথম স্থান অধিকার করেছিল। দু’জনেরই প্রিয় ব্যক্তিত্ব তাদের মা।
পেশাগত জীবনে ইশতিয়াকের ইচ্ছা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও ইসরাক হাসানের ইচ্ছা ফাইন্যান্সিয়াল এনালিস্ট হওয়ার। তাদের অদম্য বাসনা মানুষের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করা।
দু’ভাইই জানায় তাদের অসামান্য কৃতিত্বের পেছনে তাদের বাবা- মায়ের অবদানই সবচেয়ে বেশি।
উত্তরসূরীদের উদ্দেশ্যে তাদের পরামর্শ- একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে অবশ্যই আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।টেষ্টের জন্য আগে থেকেই বেশি বেশি পড়াশোনা করতে হবে।সব ধরনের প্রজেক্ট আগেভাগে শেষ করতে হবে।প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন শেষ করতে হবে,পরে করব বলে ফেলে রাখলে হবে না।সবসময় শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে।কারণ শিক্ষকদের সুপারিশ করা চিঠিই ভালো কলেজে ভর্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।সেই সাথে অবশ্যই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তারা অনুরোধ করেছে মা-বাবা যেন সন্তানদের যথেষ্ট সময় দেয় ও পড়াশোনার তদারকি করে ।
আটলান্টিক সিটিতে বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন ইশতিয়াক হোসাইন ও ইসরাক হাসান তাদের ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।
