Regarding Invitation for Meet and Tea/Coffee with Mayor Candidate Zohran Mamdani on Monday

প্রিয় সাংবাদিকবৃন্দ

আসসালামু আলাইকুম

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও ফাহাদ সুলাইমানের উদ্যোগে

এবং প্রিসিলা ফাতেমার সঞ্চালনায়,

আগামী ৯ জুন, সোমবার বিকাল ৬টায়,

জ্যাকসন হাইটসের  আধুনিক রেস্টুরেন্ট সানাইয়ের পার্টি হলে

একটি বিশেষ চা-কফির আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটির সবচেয়ে আলোচিত, তরুণ, উদ্যমী এবং মুসলিম মেয়র পদপ্রার্থী জোহরান Mamdani।

তিনি কমিউনিটির সাধারণ মানুষ এবং গুণীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি এবং আপনাদের মাধ্যমে আমাদের কমিউনিটিকে জানাতে হবে যাতে সবাই মিলে JOHRAN মামদানিকে ভোট দিয়ে জয়যুক্ত করি

আপনার উপস্থিতি তার বিজয়কে আরও শক্তিশালী করবে।

অনুগ্রহ করে উপস্থিতি নিশ্চিত করতে নিচের নাম্বারে ফোন বা টেক্সট করুনঃ

📞 ৬৪৬-৩৭১-৩৬১৪

Or please confirm your participants through emails as well

সবাইকে ঈদ মোবারক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *