আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৮ জুন ,শনিবার 

হ-বাংলা নিউজ: 

সুব্রত চৌধুরী : আগামী ২৮ জুন, শনিবার নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হবে। 

শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এন্ড কালচারাল সেন্টার, প্লেনফিল্ড , নিউজার্সির উদ্যোগে ওইদিন দুপুর দুইটায় আটলান্টিক সিটির বোর্ডওয়াক সংলগ্ন রোড আইল্যান্ড এভিনিউ থেকে রথযাত্রা শুরু হয়ে বোর্ডওয়াকের কেনেডি প্লাজায় এসে শেষ হবে।

রথযাত্রার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবতার মঙ্গল কামনা করে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি। 

আয়োজকরা হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রার কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহন করে রথযাত্রা উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

উল্লেখ্য, বিগত ২০০৬ সাল থেকে আটলান্টিক সিটিতে  রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *