আটলান্টিক সিটিতে  মেয়র  প‍্যানেলের উদ্যোগে সুহৃদ সমাবেশ

হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দুই জুন, সোমবার সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচনে   প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র মার্টি স্মল ও তাঁর প‍্যানেলের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে  “ সুহৃদ সমাবেশ”এর আয়োজন করা হয়।

 সিটির ২৭০৯  ফেয়ারমাউণ্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে   ওইদিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা  পর্যন্ত   অনুষ্ঠিত সুহৃদ সমাবেশে  ছিল কথামালা , শুভেচ্ছা বিনিময়,বারবিকিউ, আড্ডা, প্রার্থীদের সাথে মতবিনিময়  ইত্যাদি। 

অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল, কাউন্সিল এট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যটিসিয়া বেইলি, সোহেল আহমেদ বক্তব্য রাখেন।

তাঁরা আগামী ১০ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে মেয়র প্যানেল সহ ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য  আহ্বান জানান।

সুহৃদ সমাবেশে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বিএএসি সভাপতি শহীদ খান সহ আটলান্টিক সিটির বিভিন্ন  কমিউনিটির নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব,মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ,সামাজিক ও ধর্মীয়  সংগঠনের নেতৃবৃন্দ  ছাড়াও   কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *