হ-বাংলা নিউজ:
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় প্রায় দুই দিন বন্ধ থাকার পর অবশেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে লঞ্চ চলাচল পুনরায় চালু করা হয়। এর মাধ্যমে ৪৬ ঘণ্টা পর পুনরায় এই গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হলো।
এর আগে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পদ্মার পানি অতিমাত্রায় উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া এখন স্বাভাবিক হওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্তমানে রুটটিতে ২০টি লঞ্চ চলাচল করছে।
অন্যদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ফেরি চলাচল এই রুটে শুরু থেকেই স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে কোনো যানবাহনের দীর্ঘ সিরিয়াল নেই। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের সময় যাত্রীর চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে বলেও জানান তিনি।
