হ-বাংলা নিউজ: জাতীয় নির্বাচনের পরেও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে ব্যবহার করা গেলে দেশ বড় ধরনের লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।
শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে একটি জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি সরকার ও বিরোধী দলের সম্ভাব্য কাঠামো সম্পর্কেও নিজের মতামত প্রকাশ করেন।
মারুফ কামাল খান লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত সকল পক্ষকে নিয়ে নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার গঠন বিএনপির অঙ্গীকার। এই সিদ্ধান্ত দ্রুত নেয়া দরকার। কারণ দ্বন্দ্ব ও সংঘাতের ফলাফল হতে পারে ভয়াবহ। ঐক্য ও সমঝোতাই এখন একমাত্র সফলতার পথ। সম্মিলিত সিদ্ধান্তেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।’
সরকার ও বিরোধী দলে কারা থাকতে পারেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চিন্তা মডারেট—রব, মান্না, সাকি, সাইফুল হকসহ লিবারাল বাম রাজনৈতিক শক্তিগুলো বিএনপির সঙ্গে সরকার গঠন করবে। অপরদিকে ইসলামপন্থীরা বিরোধী দলের ভূমিকায় থাকবে।’
আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ড. ইউনূসের ভূমিকা নিয়ে মারুফ কামাল বলেন, ‘আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও এখনই একটি সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। আর ড. ইউনূসের আন্তর্জাতিক মর্যাদাকে দেশের সুনাম ও ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হলে তা জাতীয়ভাবে বড় একটি সুফল এনে দিতে পারে।’
পোস্টের শেষ অংশে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এই ধারণাগুলো কোনো ইউটোপিয়া নয়। সবাই মিলে ভাবলেই বাস্তবায়ন সম্ভব। ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের যে সম্ভাবনার দ্বার খুলেছে, সংকীর্ণ স্বার্থ ও অহংকারে আমরা যেন তা নষ্ট না করি।’
