হ-বাংলা নিউজ: হাকিকুল ইসলাম খোকন, কমিউনিটির সুপরিচিত অ্যাক্টিভিস্ট
দম্পতি মাকসুদা আহমেদ ও মামুন রহমান তাদের নাতনী রাহমী আহমেদ এর প্রথম জন্মদিন গত শুক্রবার,১৬ মে ২০২৫, সন্ধ্যায় নিউইয়র্কের ব্রংকসের গোল্ডেন প্যালেস পার্টি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন ।শাহনূর জন্মদিনে শুরুতেই আগত অতিথিদের শুভেচ্ছা জানান মাকসুদা আহমেদ ও মামুন রহমান ।মিউজিক এর তালে তালে ছোট শিশুরা নৃত্যপরিবেশন করে ।জন্মদিনের অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,কমিউনিটির সম্মানিত অথিতিরা উপস্থিত ছিলেন ।নৈশভোজ ও কেক কাটার মাধ্যমে মধ্য রাতে জন্মদিন পালনের সমাপ্তি ঘটে ।ছবিতে বাথেকে মামুন রহমান,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,ফ্রাংকলিন খোকন আরমান,আয়েশা আক্তার রুবি,মাসুদা ইয়াসমিন রুমা,রাহমী আহমেদ,মাকসুদা আহমেদ,সাঈদা ডায়ানা এনজ্ঞেলিকা এবং সাঈদা সুস্মিতা ।ছবিঃবাপসনিঊজ ।
