জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সংহতি জানালেন উমামা ফাতেমা

হ-বাংলা নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি উমামা ফাতেমা, একজন ছাত্রনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবির প্রতি আমার পূর্ণ সংহতি প্রকাশ করছি।”

এর আগেও তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “সাবধান, ছাত্রদের গায়ে যেন একটা টোকাও না লাগে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১. ২০২৫-২৬ অর্থবছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দিতে হবে।

৩. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প পরবর্তী একনেক (NEC) সভায় অনুমোদন দিয়ে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

এই দাবিগুলো আদায়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে বুধবার (১৫ মে) ঘোষিত লংমার্চ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুঁড়ে হামলা চালায়, যাতে শিক্ষকসহ অনেক শিক্ষার্থী আহত হন।

অতীত আন্দোলনের প্রেক্ষাপট

উমামা ফাতেমা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কেবল ছাত্রদের নয়, এতে শিক্ষক, কর্মচারীসহ সবাই যুক্ত রয়েছেন। গতকাল যমুনা টিভিতে যাওয়ার পথে ছাত্র-শিক্ষকদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে।”

তিনি আরও লেখেন, “জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে প্রতিদিন মিছিল শুরু হতো। সেই মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল মিছিল নিয়ে অংশ নিত। ওই আন্দোলনে জবি’র দুইজন শিক্ষার্থী শহিদ হয়েছেন।”

তবে এসব অবদান সত্ত্বেও বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন উমামা। তিনি বলেন, “গত সরকারের সময় শিক্ষার্থীদের দিনের পর দিন আবাসনের দাবিতে আন্দোলন করতে হয়েছে। বর্তমান সরকারও সেই দাবিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।”

শেষ কথা

উমামা ফাতেমা প্রশ্ন তোলেন, “একটি বিশ্ববিদ্যালয় এলাকায় আবাসিক হল শিক্ষার্থীদের অধিকার—এর জন্য ২০ বছর ধরে আন্দোলন করতে হবে কেন?” তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই তিন দফা দাবি মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *