হ-বাংলা নিউজ:জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার রাতে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চশিক্ষায় মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই।
তবে তিনি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
২০২৩ সালের ২১ অক্টোবর গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে সারজিস আলম সাধারণ সম্পাদক ও স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হন।
উল্লেখ্য, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো আন্দোলনে শহিদদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
