হ-বাংলা নিউজ: ফ্ল্যাট কেনার কথা বলে দুলাভাইয়ের ৯৯ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন শ্যালক শাহ নেওয়াজ খান। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমদ তার জামিন মঞ্জুর করেন।
তবে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মহসীন মিয়া দাবি করেন, এই জামিন দেওয়া অনুচিত ছিল। কারণ উচ্চ আদালতের একটি বেঞ্চ আপসের শর্তে শাহ নেওয়াজকে দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল, কিন্তু তিনি আপস না করে অন্য বেঞ্চে জামিন বাড়ানোর চেষ্টা করেন। ফলে উচ্চ আদালতের আগের বেঞ্চ তার জামিন বাতিল করে এবং ১৫ দিনের মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালে কাজী আসিফ ইকবাল ও নুসরাত জাহান খানমের বিয়ে হয়। তারা সাইপ্রাসে বসবাস শুরু করেন। পরে নুসরাত উচ্চশিক্ষার জন্য নরওয়েতে যান এবং ২০১৪ সালে তাদের প্রথম সন্তান জন্ম নেয়।
পরিবারের পক্ষ থেকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার পরামর্শে কাজী আসিফ রাজি হন এবং ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ও তার মা নিলুফা মিলে ৯৯ লাখ ৫৬ হাজার টাকা পরিশোধ করেন। তবে তাদের নামে কোনো ফ্ল্যাট কেনা হয়নি।
২০২৪ সালের ১৮ জানুয়ারি নুসরাত তার স্বামীর বিরুদ্ধে ফ্রান্সে পুলিশের কাছে অভিযোগ করেন এবং দুই সন্তান নিয়ে প্রটেকশন সেন্টারে চলে যান।
এরপর ২০২৪ সালের ২৩ মে বাদী নিলুফা টাকা ফেরত চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে টাকা দিতে অস্বীকার করেন ও দুর্ব্যবহার করেন। বিষয়টি নিয়ে ৩ জুন আদালতে মামলা দায়ের করা হয়, এবং আদালত মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এই মামলায় আনজুলা সালাউদ্দিন, তার মেয়ে নুসরাত জাহান খানম, এবং দুই ছেলে মো. শাহরিয়ার খান ও মো. শাহ নেওয়াজকে আসামি করা হয়েছে
