হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী-
নিঊ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত সাত মে, বুধবার বিকেলে ‘বণ্যার ঝুঁকি ও মোকাবেলায় করনীয়” সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সিটির অগ্নি নির্বাপন বিভাগের প্রধান ও জরুরি ব্যবসহাপনা বিভাগের পরিচালক স্কট কে ইভান্স,ম্যাট বামগার্ডনার ,স্টিফেন হলম্যান প্রমুখ ।
কর্মশালায় প্রশিক্ষকরা আটলান্টিক সিটিতে বণ্যার ঝুঁকি এবং তা মোকাবেলায় করনীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির লোকজন এই কর্মশালায় অংশগ্রহণ করেন ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বণ্যা মোকাবেলার কিট প্রদান করা হয়।
