হ-বাংলা নিউজ:
নিউ জারসি প্রতিনিধি:
উ জারসি রাজ্যে আগামী ১০ জুন, ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে রাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপকে পবিত্র ভাগবত গীতা উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
গত ৩মে, শনিবার দুপুরে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান শেষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী কৃষ্ণভক্তদের পক্ষ থেকে স্টিভেন ফুলপ এর হাতে পবিত্র ভাগবত গীতা উপহার হিসাবে তুলে দেন ।
সুব্রত চৌধুরী পবিত্র ভাগবত গীতার মাহাত্ম্য স্টিভেন ফুলপ এর কাছে তুলে ধরেন এবং তিনি তা বেশ আগ্রহ সহকারে শোনেন।পবিত্র ভাগবত গীতার মাহাত্ম্য জেনে তিনি বেশ প্রাণিত হন।
পবিত্র ভাগবত গীতা উপহারস্বরূপ পেয়ে স্টিভেন ফুলপ খুব খুশি হন।তিনি ভাগবত গীতা উপহারস্বরূপ প্রদানের জন্য সুব্রত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র এর উদ্যোগে তাঁর বাসভবনে আয়োজিত “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেন।
