যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ নিউইয়র্কে উদযাপন করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।

হ-বাংলা নিউজ: 

গত ৫ই এপ্রিল রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় এস্টোরিয়ায় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলাতনে মহান স্বাধীনতা, জাতীয় দিবস ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।

সংগঠনের সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় উপস্থিত থেকে আরো বক্তব্য করেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা জসিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি শফিউল আলম, সহ সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারন মোঃ আব্দুল করিম, যুগ্ম সাংগঠনিক মীর জাকির, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, কোষাধক্ষ্য, জি.এম.ইলিয়াস, সদস্য ওয়ারিস আলী, সদস্য মোঃ জি ন্নাহ, সদস্য আব্দুল আউয়াল মুন্না, কানিজ ফাতেমা, রোকসানা হালিম। যাদের আত্তত্যাগের বিনিময়ে অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী। ৭১ এর শহীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও ২০২৪ জুলাই-আগস্ট শহীদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জলময় অধ্যায় সংযোজন করেছে এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যাবস্থা মেরামতে তথ্য সংস্কারের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে, ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ যে বাংলাদেশের মানুষ কে নতুন কিছু উপহার দিবে তা ইতিমদ্ধ্যেই সুস্পষ্ট হয়েছে। এই দিবসটিকে বলা হয় বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক এবং অরাজনৈতিক জাতীয় দিবস। পহেলা বৈশাখে মহাজন নতুন ব্যাবসায়ীক হিসাবে খাতা শুরু করে এবং হাল খাতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *