আটলান্টিক সিটিতে কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদ এর সমর্থনে নির্বাচনী সমাবেশ

হ-বাংলা নিউজ:সুব্রত চৌধুরী-

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল এর প্রাইমারি নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী   সোহেল আহমদ এর সমর্থনে গত ১৭ এপ্রিল, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

 বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,  আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফানি মার্শাল,আটলান্টিক সিটি  ডেমোক্র্যাটিক কমিটির সভানেত্রী কনষট‍্যানস চ‍্যাপম‍্যান,আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন ।

     বক্তারা সবাই দশ জুনের প্রাইমারি নির্বাচনে সোহেল আহমদ সহ মেয়র প‍্যানেলের সবাইকে ভোট দিয়ে জয়ী করার জন্য আহবান জানান ।

  ছাপান্ন বছর বয়সী সোহেল আহমদ, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট, কর হ্রাস,নিরাপত্তা , অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।

সিটি কাউন্সিল এট লারজ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। তিনি নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *