আটলান্টিক সিটিতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি পেল

 

হ-বাংলা নিউজ: সুব্রত চৌধুরী- 

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল, বুধবার বিকেলে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের  সভায়  পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রস্তাব আনা হয়।

সভায় অংশগ্রহণকারী কাউন্সিল সদস্যরা এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

সভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,কাউন্সিল সভাপতি এ‍্যারন রেনডলফ,সহ সভাপতি কলিম শাহবাজ, লা টয়া ডান্সটন,এ‍্যানিমেল ক্রাউচ,মারিয়া লাকা,জেসি কার্টজ,জর্জ টিবিট, স্টিফেনি মার্শাল, পেট্রিসিয়া বেইলি উপস্থিত ছিলেন।

সিটি কাউন্সিলে পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ায় কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক,বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী আটলান্টিক সিটির মাননীয় মেয়রসহ সিটি কাউন্সিলের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *