হ-বাংলা নিউজ: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১০ দফা সুপারিশ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন।
ঈদ উপলক্ষে কোনো পরিবহণ কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
সোমবার (২৪ মার্চ) রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তৃতায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম ১০ দফা সুপারিশ তুলে ধরেন। এগুলো হল:
১. ঈদের ৫ দিন পূর্ব থেকে ঈদের ১ সপ্তাহ পর পর্যন্ত ঢাকার সকল বাস টার্মিনাল এবং আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করতে হবে।
২. ঢাকার চারপাশের চিহ্নিত স্থানসমূহ—যেমন চন্দ্রা, বাইপাল, গাজীপুর বাইপাস, সাইন বোর্ড, শনির আগড়া, কেরানীগঞ্জ, ভুলতা, গাউসিয়া, মদনপুর, সাভার, নবীনগর, হেমায়েতপুর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে, যাতে যানজট মুক্ত রাখা যায়।
৩. ২৫ মার্চ থেকে ঈদ পর্যন্ত এবং ঈদের পরের ৩ দিন পণ্যবাহী পরিবহণ বন্ধ রাখার সরকারের সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
৪. সড়ক ও মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করতে সারা দেশের থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে বিশেষ টহল প্রদান করতে হবে।
৫. ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার জন্য ঢাকার সকল টার্মিনালে একটি ‘হেল্প ডেস্ক’ থাকবে। যাত্রীদের জন্য যাত্রাপথে সহযোগিতা প্রদান ও তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি করবে এই ডেস্ক। এই সেবা ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি ও সংশ্লিষ্ট টার্মিনালের মালিক-শ্রমিকদের সহযোগিতায় সার্বক্ষণিক তদারকির মাধ্যমে পরিচালিত হবে।
৬. স্ব-স্ব কোম্পানি ও কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে টানানো বাধ্যতামূলক। যদি এই নিয়মের ব্যত্যয় ঘটে বা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন বা লক্কড়-ঝক্কড় গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না। মালিক ও শ্রমিকদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রশাসনকেও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
৮. সিটিতে চলাচলকারী গাড়ি দূরপাল্লার যাত্রী পরিবহন করতে পারবে না।
৯. লাইসেন্সবিহীন বা অপেশাদার চালক কোনো যাত্রীবাহী বাস চালাতে পারবে না।
১০. কোনো অবস্থাতেই ঈদ বকশিশ বা অন্য কোনো নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এমএ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ।
