বিআরটিসি মতিঝিল বাস ডিপোতে সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

হ-বাংলা নিউজ: বিআরটিসি মতিঝিল বাস ডিপোতে পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস ও শরিফুল ইসলামের ওপর হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

সোমবার দুপুরে বিআরটিসি মতিঝিল বাস ডিপোর সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতারা পেশাগত নিরাপত্তাসহ চারটি দাবি জানান।

ঢাকা মেইলের জ্যেষ্ঠ প্রতিবেদক বোরহান উদ্দিন মানববন্ধনে বলেন, “সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করবেন না এবং দুর্বল ভাববেন না। আমরা সহজে ধ্বংস হওয়ার মতো কেউ নই, যে যখন ইচ্ছে হামলা করবে, অপমান করবে। আমরা বিশ্বাস করি বিআরটিসির চেয়ারম্যান অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন।”

এমআরএ’র সদস্য অমৃত মলঙ্গী বলেন, “আমার মনে হচ্ছে, যেসব কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের মধ্যে একটা ভয় রয়েছে। তারা কেন সাংবাদিকদের এত ভয় পাচ্ছে? কেন তারা সাংবাদিকদের মোবাইল ফোনকে এত ভয় পায়? আমরা জানাতে চাই, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি দাবি করছি।”

এ সময় এমআরএ’র সভাপতি ফখরুল ইসলাম চারটি দাবি উত্থাপন করেন। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। হামলায় জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের সকল ধরনের ক্ষতিপূরণ দিতে হবে এবং বিআরটিসি কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে হবে।”

তিনটি মূল দাবি হলো:

১. সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. আহত সাংবাদিকদের সব ধরনের ক্ষতিপূরণসহ বিআরটিসি কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৩. ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনটি এমআরএ’র দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইমুন মুবিন পল্লবসহ সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসির প্রস্তুতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। ঢাকা মেইলের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ইলিয়াস ও শরিফুল ইসলামকে বিআরটিসির মতিঝিল ডিপোর ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদী মারধর করেন। হামলায় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মোবাইল ফোনের ভিডিও ডিলিট করে নেওয়া হয়। এছাড়া তাদের অফিসের আইডি কার্ড, মানিব্যাগ, মাইক্রোফোন ও পাওয়ার ব্যাংকও কেড়ে নেওয়া হয়। এই ঘটনায় বিআরটিসির ওমর ফারুক মেহেদী (ম্যানেজার অপারেশন), ইসরাত উম্মে সালমা (হিসাব রক্ষণ কর্মকর্তা), রাকিবুল আলম (সহকারী প্রশাসনিক কর্মকর্তা), মমিনুল (স্টোর ইনচার্জ), ইকবাল (সরদার)সহ বেশ কিছু কর্মকর্তা জড়িত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *