যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘লস অ্যাঞ্জেলেস ম্যারাথন-২০২৫’ নির্দিষ্ট সময়ে শেষ করেছেন বাংলাদেশি ম্যারাথনার আল আমিন মিয়া

হ-বাংলা নিউজ: বাংলাদেশি ম্যারাথনার আল আমিন মিয়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘লস অ্যাঞ্জেলেস ম্যারাথন-২০২৫’ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করেছেন। এটি ছিল লস অ্যাঞ্জেলেস ম্যারাথনের ৪০তম আসর।

‘রান ফর বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশি পতাকা হাতে এই ম্যারাথনে অংশ নেন আল আমিন। যুক্তরাষ্ট্রে ম্যারাথনে অংশ নেওয়া তার জীবনের একটি স্বপ্ন ছিল, যা তিনি বাস্তবায়ন করেছেন। ম্যারাথনে অংশ নিয়ে তার উচ্ছ্বাসও স্পষ্টভাবে দেখা যায়।

এই ম্যারাথনের স্পন্সর ব্যাপারী এন্টারপ্রাইজ ও একটিভ পালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল আমিন। তিনি আরও ধন্যবাদ জানান এই সফরে যারা তার পাশে ছিলেন, তাদেরকেও।

এর আগে, আল আমিন যুক্তরাজ্যের ব্রাইটন ২০২৪, সিডনি ম্যারাথন ২০২৪, টাটা মুম্বাই ম্যারাথন ২০২৩সহ বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *