হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন ,দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় সংগঠন প্যাসিফিক কাইট ক্লাব পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজন করেছিল এক ইফতার মাহফিলের।

সংগঠনটির সর্বস্তরের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য অতিথিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

প্যাসিফিক কাইট ক্লাবের প্রধান আকর্ষণ “লংবীচ কাইট ফেস্টিভ্যাল” এর অন্যতম প্রতিষ্ঠাতা ওমর হাসান মামুনের সিটি অব লংবীচের বাসবভনে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানে লংবীচ কাইট ফ্যাস্টিভালের আরেক প্রতিষ্ঠাতা ও হলিউড বাংলা নিউজ/টিভি এর সিইও জনাব সাইদ আবেদ নিপু স্বাগত বক্তব্য রাখেন।

এতে উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং পরে “লংবীচ কাইট ফ্যাস্টিভাল ২০২৫” এর তারিখ ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৫ লংবীচ কাইট ফ্যাস্টিভাল অনুষ্ঠিত হবে আগস্ট ১৭ , ২০২৫ রোজ রবিবার।

এবং এতে প্রধান দায়িত্ব গুলোর মোধ্য নিয়োজিত থাকবেন জনাব মিকাইল খান(চেয়ারম্যনা), জনাব ওমর হাসান মামুন(কনভেনর),

জনাব জিয়া ইসলাম (প্রেসিডেন্ট)।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা আলোচনা স্বাপেক্ষে ঘোষণা করা হবে।

ইফতার পূর্ববর্তী আলোচনা অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জনাব মিকাইল খান, জনাব ওমর হাসান মামুন, জনাব জিয়া ইসলাম,

জনাব ইশতিয়াক চিশতি, জনাব জাহেদুল মাহমুদ জামি, জনাব নিজাম ইসলাম, জনাব ইফতেখার মাহমুদ, জনাব আল মাসুক প্রমুখ।

আলোচ্য ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন জনাব মাসুদ রব চৌধুরী, জনাব সোহেল রহমান বাদল, জনাব রফিকুল হক রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অব বুয়েনা পার্ক এর কাউন্সিল উইমেন হিসেবে নব নির্বাচিত বাংলাদেশী আমেরিকান লামিয়া হক।
