পাকিস্তানের প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

হ-বাংলা নিউজ: 

পাকিস্তানের প্রবাসী এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনেভায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপদেষ্টা বর্তমানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশগ্রহণের জন্য জেনেভা সফর করছেন।

শনিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের মধ্যে পর্যটন সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে উভয়পক্ষ একমত হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের একটি প্রতিনিধিদল শীঘ্রই বাংলাদেশ সফর করতে পারে বলে মত প্রকাশ করা হয়।

এ সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *