হ-বাংলা নিউজ: ডিসি একুশে এলায়েন্স ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে প্রতিবছর ২৫ থেকে ৩০টি সংগঠন নিয়ে একুশের অনুষ্ঠান করে থাকে। এবারেও ২৯টি সংগঠন নিয়ে অনুষ্ঠানের আয়োজন ছিল গত ২২শে ফেবুয়ারী ২০২৫, কেনমোর মিডল স্কুল, আর্লিংটন, ভার্জিনিয়ায়। অনুষ্ঠানের এক পর্যায়ে এমবাসির সম্মানিত অতিথি বক্তব্য প্রদান কালে ডিসিইএর সদস্য মহসিনা জান্নাত রিমি(আমরা নারী) কিছু লোক নিয়ে অনুষ্ঠানে বিশৃংখলা সুষ্টির চেষ্টা চালায়, যদিও অনুষ্ঠানের সিকিউরিটি এসে তাদের অনুষ্ঠান থেকে বের করে দেয়। এবং এমবাসির সন্মানিত অতিথি তার বক্তব্য শেষ করেন এবং মঞ্চে পুষ্পমাল্য অর্পন করেন।
তার এ ধরনের আচরন সংগঠন পরিপন্থি,এবং কমিউনিটি ও বিদেশী মেহমানদের সামনে ডিসিইএর সম্মান ভুলণ্ঠিত করে। শুধু তাই নয় আমাদের নতুন প্রজন্মের নিকট আমাদেরকে হেয় করে।
এরপর এ বিষয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিইএর কোঅর্ডিনেটর হিরন চৌধুরী বিশেষ সভা আহবান করেন।এ সভায় তার বিরুদ্ধে সর্বৌচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসস্মতিক্রমে কোঅর্ডিনেটরকে অনুমতি প্রদান করা হয়। এরপর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু তার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য এরপরও কোঅর্ডিনেটর মেম্মারসীপ কমিটি ও গাইডলাইন কমিটির মতামত গ্রহন করেন। এরপর ডিসিইএর পুর্ণাঙ্গ কমিটির জরুরী মিটিং আহবান করা হয়। উক্ত মিটিংয়ে কেবল মেজরিটি নয় সব্বৌসস্মতভাবে রিমি ও তার সংগঠনকে ডিসিইএ থেকে বহিস্কারের জন্য মতামত প্রদান করা হয়।
এরপর উচ্ছৃঙ্খল আচরন, অন্যের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সম্প্রতি অন্যএকটি একুশের অনুষ্ঠানে অংশগ্রহন সহ অন্যান্য বিষয় বিবেচনা করে তাকে ২ বছরের জন্য ডিসিইএ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া সিদ্ধান্ত নেয়া হয় যে, রিমিকে কোন ডিসিইএর সদস্য কোনপ্রকার অনুষ্ঠানের দাওয়াত প্রদান, সহযোগিতা নেওয়া ও সহযোগিতা দিতে পারবেনা। এছাড়া শর্ত থাকে যে সে তার কৃতকর্মের জন্য লিখিত অনুশোচনা ও ভবিষ্যতে এধরনের কর্মকান্ডে জড়িত হবেনা এ মর্মে লিখিত প্রদান করলেই কেবল সে ২ বছর পরে ডিসিইতে ফিরার জন্য আবেদন করতে পারবে। তখন এ সকল বিষয় বিবেচনা করে তখনকার কোঅর্ডিনেটর সিদ্ধান্ত নেবেন।
ধন্যবাদান্তে
হিরন চৌধুরী
কো অর্ডিনেটর
৫৭১-৭৭৮-০১৫৬
ডিসিইএ ও প্রেসিডেন্ট, ধ্রুপদ
