অধ্যাপক আরেফিন সিদ্দিক-এর মৃত্যুতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের শোক

হ-বাংলা নিউজ: আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ৪ মাস।

দেশের শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রচারে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে । তাঁর দেশপ্রেম পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে । ২০২৪ সালের ২৭ এপ্রিল লস এঞ্জেলসে অনুষ্ঠিত ‍যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ দ্বারা আয়োজিত ৭ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করে তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বিস্তারিত তুলে  ধরে সবার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করেছিলেন । জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর প্রয়ানে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো । 

আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ তাঁর প্রয়ানে গভীরভাবে মর্মাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি ।

ডঃ নুরুন নবী – সভাপতি
রানা হাসান মাহমুদ – সাধারণ সম্পাদক
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *