ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেফতার, খালেদা জিয়ার সাবেক সচিবের শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য

হ-বাংলা নিউজ: 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, “রদ্রিগোর মতো পরিণতি শেখ হাসিনার কবে হবে?” কারণ, তার মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মারুফ কামাল লেখেন, “ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ফিলিপাইন সরকার তাকে আটক করেছে। দুতার্তের শাসনামলে মাদক নির্মূলের নামে পুলিশ বিনা বিচারে প্রায় ৬ হাজার মানুষকে হত্যা করেছে। বেসরকারি পর্যবেক্ষকদের মতে, এই সংখ্যা আরও অনেক বেশি। দুতার্তেকে হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে।”

তিনি আরও লিখেন, “হাসিনাও তার ফ্যাসিস্ট শাসনামলে মাদক নির্মূলের নামে বহু মানুষকে বিনা বিচারে হত্যা করেছেন। ২০১৩ সালের জুলাই-আগস্টে বিপ্লব দমাতে প্রায় দু’হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন। মাওলানা সাঈদীকে ফাঁসির আদেশের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দমাতে, শাপলা চত্বরে হেফাজত নিধন, এবং অন্যান্য বিক্ষোভ দমাতে কত মানুষ হাসিনা হত্যা করেছেন এবং কত বিরোধী মতের মানুষকে গুম-খুন করা হয়েছে, তার হিসেব নেই। আইসিসি কবে হাসিনার এসব মানবতাবিরোধী অপরাধের দিকে নজর দেবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *