হ-বাংলা নিউজ: দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। একই সঙ্গে তার স্ত্রী রওশন আক্তারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। রোববার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকার ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, তবে তার মোট গ্রহণযোগ্য আয় ছিল ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা।
এছাড়া, তার ৫টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনকভাবে জমা এবং ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া গেছে। এছাড়া, তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে, এমন ধারণা করে রওশন আক্তারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।
ডা. এনামুর রহমান ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। গত জানুয়ারিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
