হ-বাংলা নিউজ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য গঠিত কমিটি চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন উপদেষ্টার নেতৃত্বে গঠিত এই কমিটি ছয়টি সভায় মোট চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) এবং যুগ্ম সচিব (আইন), এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়)। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব।
সম্পর্কিত খবর
- চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলনেতা জেলহাজতে
- গুলশানে বাসায় তল্লাশির নামে ভাঙচুর লুটপাট, গ্রেফতার তিনজন কারাগারে
- পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলীর আয়কর নথি জব্দ
