আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভার অনুষ্ঠান

হ-বাংলা নিউজ:

গত ২রা ফেব্রুয়ারী রোজ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলনের প্রধান কার্যালয়ে সিনিয়র সই-সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে, সাধারন সম্পাদক ভিকটার লিয়াকত আলীর পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য করেন প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রহমান, প্রধান সমন্বয়ক আবু তালেব চৌধুরী চান্দু, সৈয়দ হাসমত আলী, কে এম ফজলুর হক, মিস সেলিনা বানু, সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শফিউল আলম, মাহবুব আলী, কারদিস ফাতেমা। প্রস্তুতি সভায় আগামী জুলাই ২৬, ২০২৫ইং তারিখে সম্ভাব্য তারিখ ঠিক করা হয় এবং সকল প্রকার বাজেট নিয়ে আলোচনা করা হয়। এই লোকসংগীত উদযাপনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় এবং আগামী কিছুদিনের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। আন্তর্জাতিক লোকসংগীত প্রতি ২ বৎসর পর পর অনুষ্ঠিত হয়। গত বৎসর নানা প্রতিকূল অবস্থার জন্য অনুষ্ঠিত হতে পারে নাই। বাংলার গ্রামীন মাটি ও মানুষের গান, লোকসংগীত, প্রবাসে বাঙালীর মনে স্মরণ করে দেয়। আমাদের এই প্রবাসে মাটির সকল গান আজ হারিয়ে যাওয়ার পথে। আজ আমাদের গর্ব হয়, বাংলার মাটি ও গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে লোকসংগীত, পল্লীগীতি, ভাওয়াইয়া সংগীত আমরা এইসব গানের গীতিকার লেখক বাদ্যযন্ত্র ব্যাবহারকারী সেই শিল্পীদের নামে উৎসর্গ করা হয়। বিগত বছরের আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন এই প্রবাসে সকলের কাছে প্রশংসা পেয়েছে। আগামী দিনে প্রবাসী ভাই-বোনের আনন্দ দেওয়ার মত একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের বদ্ধ প্রতিজ্ঞা।

প্রবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করি, যেন আমরা সুন্দর ভাবে অনুষ্ঠান করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *