সংবাদ সম্মেলন জ্যাকসন হাইট্স, নিউইয়র্ক।

হ-বাংলা নিউজ: আসসালামু আলাইকুম,

সম্মানিত উপস্থিত প্রেস ও ইলেকট্রিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা সবাইকে স্বাগত, সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে অনুরূপ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আটাব এর কার্যকরি পরিষদের সকল সদস্যবৃন্দকে।

আমাদের ট্রাভল এজেন্ট ব্যবসা অত্যন্ত সম্মানজনক পেশা। ক্রেতা ও ট্রাভেল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে আটাব নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান কমিটি বিগত ২৬ ডিসেম্বর ২০২৩ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে। এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রত্যেক গ্রাহক যাতে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা পায় সেই দিকে গুরুত্ব দেওয়া, কোন প্রকার অনৈতিক অনিয়ম যাতে না হয়, সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে। গ্রাহক যদি কোন বিষয়ে কোন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে সাংগঠনিকভাবে খতিয়ে দেখে দোষী এজেন্সীর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সংগঠনে মূল লক্ষ্যই হচ্ছে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান এবং আটাবকে সমৃদ্ধ করা। বাংলাদেশী ট্রাভেল ব্যবসায়ীদের সুনাম অক্ষুন্ন রাখা, এখনো যেসব ট্রালেভ ব্যবসায়ী আটাব এর সদস্যভুক্ত হয়নি তাদের প্রতি অনুরোধ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে সাংগঠনিক আইন মেনে সদস্যপদ গ্রহণ করা। বর্তমান আটাব এর সদস্য সংখ্যা ৩৪ জন। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের গ্রাহকদের সম্মানের সাথে অনুরোধ করছি, যখন আপনারা এয়ার লাইন্সের টিকেট ক্রয় করবেন কিংবা ভ্রমন সংক্রান্ত যেকোন সহযোগিতার প্রয়োজন হবে, যারা আটাব এর সদস্য তাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করবেন।

আটাব এর সদস্য না কিংবা আটাব এর রেজিষ্ট্রেশন পান নাই এমন কোন এজেন্সীর সাথে লেনদেনে যাবেন না, যদিও লেনদেন করেন সেটা আপনাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। আটাব কোন প্রকার দায়িত্ব গ্রহণ করবে না। হজ্জ ও ওমরা সংক্রান্ত বিষয়ে যদি কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হয় তাও আমাদরে সদস্য পদ পাওয়া এজেন্সীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। আটাব সদস্যদের অনেকের ওমরা হজ্জের লাইসেন্স আছে। আটাব সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত।

বর্তমানে হজ্জ্ব ভিসার কোন এজেন্সীর কাছে কোন কোটা নাই। ২০২১ এর পর থেকে কোন এজেন্সীকে সৌদি হজ্জ্ব মন্ত্রনালয় ভিসার কোটা দেয় নাই, হজ্জ্বে ইচ্ছুক ব্যক্তিরা NUSUK এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে হজ্জ্বের প্যাকেজ কিনতে পারবেন, তাও ক্রেডিট কার্ড এর মাধ্যমে, কোন ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয়। আটাব এর পক্ষ থেকে অনুরোধ, আপনারা আটাবের মাধ্যমে টিকেট কিনে নিজের ভ্রমন যাত্রাকে নিশ্চিত করুন। সবসময় আটাব এর সহযোগিতা আপনাদের সাথে থাকবে।

ধন্যবাদান্তে

মোহাং সেলিম হারুন

প্রেসিডেন্ট, আটাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *