সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগের পথে সুগম, আপিল বিভাগের আদেশে উচ্ছ্বাস নিয়োগ প্রার্থীদের

হ-বাংলা নিউজ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ সুগম হয়েছে, এ বিষয়ে আপিল বিভাগের সদ্য আদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়োগ প্রার্থীরা। সোমবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে একত্রিত হয়ে তারা মিছিল বের করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পন্ন হলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য তৃতীয় ধাপের প্রক্রিয়া হাইকোর্টের আদেশে আটকে ছিল। পুরোনো কোটা ব্যবস্থার ভিত্তিতে ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ জন প্রার্থীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ফলাফল বাতিল করেন। এর পর থেকেই চাকরিপ্রার্থীরা আন্দোলন শুরু করেন।

সোমবার আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় স্থগিত করে এবং আপিল করার অনুমতি দেন।

চাঁদপুরের প্রার্থী দীপঙ্কর চক্রবর্তী বলেন, “আজকের রায় আমাদের পক্ষে এসেছে। আমাদের করা আপিল বহাল রাখা হয়েছে। এখন আমরা নিয়োগের তারিখের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের সব কষ্ট ও সংগ্রাম সার্থক হয়েছে।”

গত ৬ ফেব্রুয়ারি থেকে টানা ২২ দিন নিয়োগের দাবিতে ঢাকায় আন্দোলন করেন প্রার্থীরা। রবিবার তারা পদযাত্রা এবং নতুন করে বিক্ষোভ শুরু করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, “সুপ্রিম কোর্টের আদেশের পর যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের সামনে আর কোনো আইনি বাধা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *