হ-বাংলা নিউজ: আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। এই ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেন, যেখানে লিখেছেন, “এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের নাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন তার সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবাইকে বলছি, একটু অপেক্ষা করুন, পুরো তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। অসাধারণ সব নাম দেখতে পাবেন।”
এরপর তিনি আরও বলেন, “এবার আসি আসল কথায়। আবরার ফাহাদের নাম সামনে আসার পর অনেক মানুষের উচ্ছ্বসিত প্রশংসা এবং কিছু নির্দিষ্ট দলের পক্ষ থেকে অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি—আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী কারণে দেওয়া হবে? আমি এই প্রশ্নের উত্তর দেব না, তবে বলতে চাই কোন ক্যাটাগরিতে আবরার ফাহাদকে পদক দেওয়া উচিত। তবেই ‘কেন দেওয়া উচিত’ তার উত্তর মিলবে।”
নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করে তিনি বলেন, “আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’! মুক্তিযুদ্ধের ফল হচ্ছে স্বাধীনতা, আর স্বাধীনতার প্রধান শর্ত হল সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের রক্ষক ছিলেন আবরার ফাহাদ।”
তিনি আরও যোগ করেন, “আবরার ফাহাদ একটি প্রতীক, যার শক্তি আপনি যদি না বুঝতে পারেন, তবে আমি বলব জুলাই মাসে ফিরে যান এবং তরুণদের কণ্ঠ শুনুন। যাদের নিঃশ্বাস আপনি শুনবেন, তাদের নাম হবে আবরার ফাহাদ।”
