হ-বাংলা নিউজ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ বর্তমানে আমি সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে কারণে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না।”
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে এবং সিদ্ধান্ত হলে তা আপনাদের জানানো হবে।”
তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাই বেড়ে গিয়েছিল, তবে সরকার টহল জোরদার করেছে। ঢাকার প্রতিটি মোড়ে বিভিন্ন বাহিনীর টহল রয়েছে এবং বাহিনীগুলো অ্যাকটিভ রয়েছে। আমরা আশা করছি, শীঘ্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।”
