হ-বাংলা নিউজ: বিনা ভোটে ১৬ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও অন্যান্য নেতারা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন। এই টাকার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে শান্তিপূর্ণ জীবন কাটানোর পরিকল্পনা করছেন।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি ৫০ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা) মার্কিন ‘গোল্ড কার্ড’ বিক্রি করবেন। এই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব লাভের সুযোগ ও গ্রিনকার্ড সুবিধা পাওয়া যাবে এবং এটি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ উন্মুক্ত করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ঘোষণার বাস্তবায়ন হলে এটি আওয়ামী নেতাদের জন্য বড় সুযোগ হবে। তারা অবৈধভাবে উপার্জিত টাকা নিয়ে যুক্তরাষ্ট্রে পালাতে পারবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এখন হবে তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমরা গোল্ড কার্ড বিক্রি শুরু করছি। যার দাম হতে পারে ৫০ লাখ ডলার। এই কার্ডটি আপনাকে গ্রিনকার্ডের সুবিধা দেবে এবং নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে। ধনী লোকেরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।” তিনি আরও জানান, এই কর্মসূচির বিস্তারিত নীতিমালা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসাকে ‘গোল্ড কার্ডে’ পরিণত করার পরিকল্পনার কথা জানান। ইবি-৫ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা বিদেশিরা গ্রিনকার্ড লাভের সুযোগ পেত। তবে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, “ইবি-৫ কর্মসূচি মিথ্যা ও জালিয়াতিতে পূর্ণ ছিল। এ জন্যই প্রেসিডেন্ট নতুন ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা আনার কথা বলেছেন।”
এ বিষয়ে বাংলাদেশের কোন ব্যক্তিরা লাভবান হবেন এমন প্রশ্নের জবাবে সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেন, “বিশ্বের অনেক দেশে টাকার বিনিময়ে নাগরিকত্ব প্রদান করা হয়, এবং সেখানে ব্যবসা করার সুযোগও থাকে। ট্রাম্পের এই উদ্যোগও তাৎক্ষণিকভাবে সমৃদ্ধি ও ব্যবসার সুযোগ করে দেবে।” তিনি আরও বলেন, “যারা অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন, তারা এই সুযোগ কাজে লাগাবেন।”
রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক ঐক্যের সদস্য সচিব ডা. জাহেদ উর রহমান বলেছেন, “বিশ্বের বিভিন্ন দেশে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার চল রয়েছে এবং ট্রাম্পও সেই পথে হাঁটছেন। দুর্নীতিবাজদের কাছে এই সুযোগ গুরুত্বপূর্ণ হবে।”
সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, “আমরা জানি, কানাডা, তুরস্ক, মালয়েশিয়াসহ অনেক দেশে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়া হয়। আমেরিকা এখন এই পদক্ষেপ নিচ্ছে, এবং ৫০ লাখ ডলারে ‘গোল্ড কার্ড’ বিক্রি করবে।”
তিনি আরও বলেন, “যারা ১৬ বছর ক্ষমতায় থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন, তাদের কাছে ৫০ লাখ ডলার কোনও বড় অঙ্ক নয়। তারা এই টাকা দিয়ে ব্যবসা করবে, দেশ থেকে টাকা নিয়ে যাবে এবং নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করবে।”
তিনি প্রশ্ন করেন, “ধনী দেশগুলো এই দুর্নীতিবাজদের কেন আশ্রয় দিতে চায়? তারা তো নিজ দেশেও দুর্নীতি করেছে, সেখানেও সেটি করতে পারে। এতে বিশ্বব্যাপী দুর্নীতি আরও বৃদ্ধি পাবে এবং আমাদের দেশে দুর্নীতিবিরোধী অভিযান ব্যাহত হবে।”
এভাবে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ দুর্নীতিবাজদের জন্য নতুন আশ্রয়স্থল হিসেবে কাজ করবে, এবং তারা সেখানে গিয়ে অবাধে ব্যবসা করবে, জীবন কাটাবে, এবং তাদের অবৈধ উপার্জিত অর্থ বিনিয়োগ করবে।
