ছোট ছোট দল নিবন্ধন পেয়েছে, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন পাবে না?’— প্রশ্ন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের

হ-বাংলা নিউজ:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রশ্ন তুলেছেন, “যেখানে ছোট ছোট দলগুলো নিবন্ধন পেয়েছে, সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন পাবে না?” তিনি নির্বাচন কমিশনের (ইসি) কাছে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অনুরোধ করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর স্মৃতি বিজড়িত বাহাদুরপুরের এই মাদ্রাসায় ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠা হয়।

মাহফিলে যোগ দিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “হাজি শরীয়তুল্লাহর দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি দেশের মেহনতি মানুষ ও সমাজ সংস্কারের জন্য ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, অথচ বর্তমান প্রজন্ম তার সম্পর্কে তেমন কিছু জানে না। আমরা আশা করি, ভবিষ্যতে বইপুস্তকে হাজি শরীয়তুল্লাহর জীবনী ও তার সমাজ সংস্কারের অবদান তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, “সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে ঐক্য গড়ে তুলব, কারণ ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মন বড় হতে হবে, ছোট মন নিয়ে সমাজের বড় কাজ সম্ভব নয়। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি, যেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়।”

এ সময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পির মঞ্জিলের পির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এবং জেলা ও উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *