মোহাম্মদপুরে গোলাগুলির ঘটনায় গ্রেফতার পাঁচজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

হ-বাংলা নিউজ:ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেফতার পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মো. মিরাজ (২৫), আল আমিন (২৪), মোহাম্মদ হোসেন (২৩), মোমিনুল (২০) ও মেহেদি হাসান (১৯)।

আদালত সূত্রে জানা গেছে, আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে, আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, গত বুধবার মধ্যরাতে চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি নিহত হন। নিহতরা হলেন- জুম্মন (২৫) ও মিরাজ হোসেন (২৬)। ওই সময় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ মোহাম্মদপুর থানায় দুটি মামলা করে—একটি হত্যা এবং একটি অস্ত্র আইনে।

মামলার অভিযোগে জানানো হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। একতলা একটি বাড়ির টিনের চাল থেকে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়, পরে আত্মরক্ষায় বাহিনী পালটা গুলি চালায়। পরে তল্লাশি চালিয়ে টিনের চালের ওপর থেকে জুম্মন ও মিরাজের মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে একটি পিস্তল, চারটি গুলি, একটি চাপাতি এবং পাঁচজনকে আটক করা হয়, তবে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *