ল্যস্ফীতির প্রভাব থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫৫ হাজার সদস্যের রেশন ভাতা ও সামগ্রী বৃদ্ধি

হ-বাংলা নিউজ:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫৫ হাজার সদস্যের দৈনিক রেশন ভাতা এবং রেশনসামগ্রী বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছেন। নতুন ভাতা ও রেশনসামগ্রীর পরিমাণ ১ জুলাই থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে, আনসার সদস্যদের দৈনিক ভাতা ১০৪ টাকা থেকে ১২০ টাকা বৃদ্ধি পাবে। সেইসাথে, চাল ও আটার পরিমাণ অপরিবর্তিত রেখে তেল, চিনি এবং ডালের পরিমাণ বাড়ানো হয়েছে। বাজেটে অতিরিক্ত প্রায় ৩০ কোটি টাকা প্রয়োজন হবে এই বর্ধিত রেশনসামগ্রীয়ের জন্য। এই সিদ্ধান্ত চলমান অস্থিরতা প্রশমনে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরবর্তীতে এটি পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং ভাতার পরিমাণ বৃদ্ধি করার যৌক্তিকতা বিবেচনা করা হয়। আনসার বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে কর্মরত। বর্তমানে তাদের ভাতা ৫৪০ টাকা। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে, আর তাই তাদের জন্য রেশন সামগ্রীর পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

বর্তমানে, আনসার বাহিনীর সদস্যরা রেশন হিসেবে চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি এবং মুগ ডাল পাচ্ছেন। নতুন ভাতা ও সামগ্রীর পরিমাণ বৃদ্ধির পর, বিবাহিত সদস্যরা ২৮ কেজি চাল, ২৮ কেজি আটা, ২ লিটার তেল, ৩ কেজি চিনি এবং ৩ কেজি মুগ ডাল পাবেন। অন্যদিকে, অবিবাহিত সদস্যরা ২৮ কেজি চাল, ২৮ কেজি আটা, ২ লিটার তেল, ২ কেজি চিনি এবং ২ কেজি মুগ ডাল পাবেন।

এই নতুন রেশন সামগ্রী বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রায় ৩০ কোটি টাকা প্রয়োজন, তবে চলতি অর্থবছরে খাদ্য বাজেটে ১১৫ কোটি টাকা বরাদ্দ আছে। অতিরিক্ত অর্থের জন্য আগামী বাজেটে সংস্থান রাখা হবে এবং ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

এদিকে, আনসার বাহিনীর সদস্যরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করতে শুরু করেছিল। রেশন ভাতা বৃদ্ধি ও সামগ্রীর পরিমাণ বৃদ্ধির মাধ্যমে তাঁদের অসন্তোষ প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *