তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

হ-বাংলা নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

এবারের ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব উপস্থাপন করা হবে, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়া জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন-কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা এসব প্রস্তাব উপস্থাপন করবেন। সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে, যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সম্পর্কিত।

এই কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে, তবে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে অনুষ্ঠিত কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন হবে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে। এসব অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে কার্যকর করতে দিক-নির্দেশনা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *