ডা. গুরুদাস মণ্ডলের বদলি আদেশ বাতিল, হাসপাতালে আন্দোলন চলমান

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. গুরুদাস মণ্ডলকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে বদলি করার আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

পতিত আওয়ামী সরকারের পক্ষ নিয়ে ছাত্র-জনতার জুলাই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামায় ৫ আগস্টের পর ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছিল। দুই মাস পর তাকে ফের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আনা হয়। এ পদক্ষেপের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলন শুরু হয়, যার ফলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ পদত্যাগ করতে বাধ্য হন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের ১১ ফেব্র“য়ারির স্মারকের মাধ্যমে ডা. গুরুদাস মণ্ডলকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতাল, ঢাকায় বদলি বা পদায়ন বাতিল করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, গুরুদাস মণ্ডলের বদলি বাতিলের বিষয়ে বুধবার হাসপাতালের ৪০২ নম্বর কক্ষে জরুরি বৈঠক হয় বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের সঙ্গে। এ সময় হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা চালান। অভিযোগ ওঠে যে, হামলাকারীরা নিউরো সায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত। এরপর চিকিৎসকরা কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *