হ-বাংলা নিউজ: রবিবার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি
এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক—কর্মচারিদের লাগাতার অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক—কর্মচারী অংশগ্রহণ করেন। শিক্ষক—কর্মচারিগণ সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলীর দাবি জানান। জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক—কর্মচারী ফোরাম এর সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক—কর্মচারিগণ বারবার প্রতারিত হয়ে আশ্বাসের উপর বিশ্বাস করে আবারও প্রতারিত হতে চায় না। ১৫ ফেব্রুয়ারি শনিবারের মধ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি রবিবার এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও করিগরি) সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। তিনি কর্মবিরতি পালনের ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক—কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষক—কর্মচারীরা আজ দুপুর ১২ ঘটিকায় জাতীয়করণের দাবিতে এক মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শিক্ষা ভবন ও পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। উল্লেখ্য যে, এমপিওভুক্ত শিক্ষক—কর্মচারিগণ মাসিক ১০০০/— বাড়ি ভাড়া, ৫০০/— চিকিৎসা ভাতা ও ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। উপস্থিত সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন জোটের সমন্বয়কারী জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সদস্য সচিব আবুল বাসার, মো. মনিরুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, সবুজ হাসান, আমাতুন্নাহার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবন, অধ্যক্ষ আলা উদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশীদ, আব্দুর রহমান, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমীন, গোলাম সাদেক, মো. ইলিয়াস, নূরুল আলম হেলালী ও আঃ হালিম প্রমুখ।
