বিচ্ছেদের এক বছর পরেও বলিউডে চর্চায় মালাইকা-অর্জুনের সম্পর্ক, এক অনুষ্ঠানে মুখোমুখি দুই সাবেক

হ-বাংলা নিউজ: বিচ্ছেদের এক বছর পেরিয়ে গেলেও এখনও বলিউডে চর্চায় রয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক। এই এক বছরে তারা একে অপরের সঙ্গে মুখ দেখাদেখি করেননি, তবে এক সময় বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন তারা।

প্রথম দিকে তাদের সম্পর্ক গোপন রাখলেও পরে তা প্রকাশ্যে আসে। তাদের সম্পর্কের রসায়ন অনেকেই প্রশংসা করেছিলেন, তবে বয়সের পার্থক্য নিয়ে কটাক্ষও শুনতে হয়েছিল। তবে এসবের কোনোটিই গুরুত্ব দেননি মালাইকা বা অর্জুন। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক শেষে ২০২৪ সালে তা ভেঙে যায়, যা তাদের অনুরাগীদের জন্যও ছিল একটি বিশাল আঘাত।

এ ব্যাপারে মালাইকা সেভাবে মুখ খোলেননি, তবে এক অনুষ্ঠানে অর্জুন জানিয়েছেন, তিনি এখন ‘সিঙ্গল’। তবে এখনও তার নামের সঙ্গে মালাইকার নাম জড়িত রয়েছে।

বর্তমানে অর্জুন কাপুর ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার প্রচারে ব্যস্ত। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। সিনেমার প্রচারে ভূমির সঙ্গে নাচের এক রিয়েলিটি শোতে অংশ নিতে গিয়ে তিনি মুখোমুখি হন মালাইকার।

সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানটির কিছু ঝলক ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, মালাইকাকে তার পরিচিত গান ‘মুন্নি বদনাম’ ও ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ এর সঙ্গে নাচার জন্য মঞ্চে ডাকা হয়। মালাইকার নাচ দেখে উচ্ছ্বাসে ভরিয়ে দেন অর্জুন।

এসময় অর্জুন বলেন, “আমার বহু বছর ধরে কথা বন্ধ ছিল, তাই এখনো আমি চুপই থাকতে চাই।” এরপর তিনি মালাইকার প্রশংসা করেন, “কিন্তু একটা কথা বলতে চাই, আমি আবারও আমার প্রিয় গানগুলো শুনলাম। বুঝতেই পারছেন, এত সুন্দর গানগুলোতে তুমি কী অসাধারণ নেচেছো। মালাইকা, তোমাকে অভিনন্দন।”

এটি বিচ্ছেদের পর প্রথমবারের মতো মালাইকা ও অর্জুন প্রকাশ্যে কথা বললেন। এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে গিয়েছিলেন তার পাশে, তবে এরপর তাদের একে অপরের সঙ্গে আর কোনো কথা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *