সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হ-বাংলা নিউজ:  ঢাকার আদালত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন নিষেধাজ্ঞা আরোপের জন্য আবেদন করেন। শুনানিতে দুদকের পাবলিক প্রসিকিউটর মো. রুহুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এরপর আদালত এ আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় তাদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *