জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান বা অনার্স কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করা হবে

হ-বাংলা নিউজ: সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের সম্মান (অনার্স) কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার, আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম।

তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্সকে তিন বছরে সীমিত করা হবে। বাকি এক বছরে ডিপ্লোমা এবং কারিগরি শিক্ষা ব্যাপকভাবে প্রদান করা হবে। একদিকে যেখানে শিক্ষার্থীরা অনার্স সার্টিফিকেট পাবে, অন্যদিকে তারা একটি ডিপ্লোমা সার্টিফিকেটও লাভ করবে, যা অনেক বেশি গ্রহণযোগ্য হবে।”

অধ্যাপক আমিনুল ইসলাম আরও বলেন, “এই পরিবর্তনটির মাধ্যমে শিক্ষার্থীদের অনার্স পড়ার স্বপ্ন যেমন পূর্ণ হবে, তেমনি তারা ভালো চাকরি পাওয়ার সুযোগও পাবেন। এর ফলে কর্মসংস্থানে প্রবেশের সময় তাদের কোনও সমস্যা হবে না।” তিনি এটিকে একটি অভিনব এবং অসাধারণ সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়রম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং আরও অনেক বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *