৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলন

হ-বাংলা নিউজ:

৫০ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়ে দিয়েছেন, যদি তাদের দাবী পূর্ণ করা না হয়, তবে ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা।

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর আয়োজনে এক মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের মাধ্যমে দাবির পক্ষে জনমত গঠন। ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার এবং সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

এই সব কর্মসূচির পরেও যদি দাবি বাস্তবায়ন না করা হয়, তবে ১ মার্চ থেকে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *