হ-বাংলা নিউজ:ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দাবি করেছে, অমর একুশে বইমেলায় পাণ্ডুলিপি প্রকাশের আগে পুলিশের অনুমোদন নেওয়ার মতো কোনো সিদ্ধান্ত বা পরামর্শ দেওয়া হয়নি।
শনিবার ডিএমপি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উসকানিমূলক বই প্রকাশের বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য বাংলা একাডেমিকে তারা অনুরোধ করেছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। সেখানে মেলায় প্রকাশিত বইগুলো যাচাই-বাছাই সম্পর্কিত উত্থাপিত প্রশ্নের জবাবে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়াও, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন বা উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে বাংলা একাডেমিকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
ডিএমপি আরও বলে, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সৃজনশীল কর্মকাণ্ড, বিশেষত লেখনীর চর্চা, সবসময় উত্সাহিত করা হয়। মুক্ত চিন্তার চর্চা ও বিকাশের পরিবেশকে স্বাগত জানানো হয়। অতএব, বিষয়টি নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ জানানো হয়।
