নিউইয়র্ক প্রবাসী নুরুজ্জামান শাহী’র ইন্তেকাল

হ-বাংলা নিউজ:

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে সুপরিচিত ব্যক্তিত্ব, সত্তরের দশকের

তুখোর ছাত্রনেতা এবং নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী শাহী আর নেই। স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি লং আইল্যান্ডের গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দূরারোগ্য ব্যাধী ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২ সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খবর ইউএনএ’র।

১৯৮২ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন এবং নিউইয়র্কে বসবাস করতেন। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ছিলেন।

মরহুম শাহীর প্রথম নামাজে জানাজা শনিবার (১৮ জানুয়ারী) প্রথমে সকাল ১০ টায় ইসলামিক সেন্টার অব ডিয়ার পার্ক (৬৪২ গ্রেন্ড বুলেবার্ড, ডিয়ার পার্ক) এবং দ্বিতীয় জানাজার নামাজ ১:১০ মিনিটে (বাদ জু’হর) জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮স্ট্রিট জ্যামাইকা) নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে নুরুজ্জামান চৌধুরী শাহী’র ইন্তেকালে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। শোক জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মারুফ চৌধুরী ও সাধারণ সম্পাদক অপু চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ।

ছবি: প্রবাসী প্রোটেস্ট

ঢাকায় প্রবাসী সায়েদ উদ্দিনের উপর নিরাপত্তা বাহিনীর হামলার প্রতিবাদে নিউইয়র্কে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি বিক্ষোভ সমাবেশ

নিউইয়র্ক (ইউএনএ): নরওয়ে প্রবাসী সায়েদ উদ্দিন ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ জানুয়ারী, নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক নির্মমভাবে রক্তাক্ত ও জখম করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে এই সমাবেশ আয়োজন করে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, ইউএসএ ইন্‌ক। খবর ইউএনএ’র।

সমাবেশে নেতৃবৃন্দ প্রবাসী সায়েদ উদ্দিনকে জখমের ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানান। অন্যথায় প্রবাসীদের হয়রানি নির্যাতন বন্ধ করা না হলে প্রায় ২ কোটি প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর জন্য অনুৎসাহিত করার হুমকি দেয়া হয়। সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক কাজী এম আর খান সেলিম, সহ-সভাপতি আমিন মেহেদী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *