জ্যাকসন হাইটস থেকে প্রথম বাংলাদেশী গ্রেফতার

হ-বাংলা নিউজ:
ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তনের পরামর্শ দিলেন অভিবাসন বিশেষজ্ঞরা
বর্ণমালা নিউজ, নিউইয়র্ক থেকে: অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেফতার ইউ এস ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট (আইস) বাংলাদেশি নাগরিক সিব্বির আহমেদকে গ্রেফতার করেছে। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিব্বির আহমেদের পরিবারের সদস্যরা জানান, গ্রেফতার অভিযানের সময় ইউ এস ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্ট-এর সঙ্গে নিউইয়র্ক পুলিশের দুই সদস্য উপস্থিত ছিলেন। সিব্বির আহমেদকে গ্রেফতারের ঘটনাটি নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন প্রশাসনের অধীনে প্রথম বাংলাদেশি গ্রেফতার বলে ধারণা  করা হচ্ছে।

সিব্বির আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারের বৈরাগী বাজার এলাকায়। তিনি ২০২২ সালে ব্রাজিল সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। মাত্র ২২ দিন আগে তিনি রাজনৈতিক আশ্রয়ের  জন্য আবেদন করেছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে সিব্বির আহমেদের মামলার বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান জানতে আইনজীবীর সহায়তা নেওয়া হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে কঠোর অভিবাসন নীতির সময় বাংলাদেশিদের মধ্যে এমন গ্রেফতার তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল। বর্তমান প্রশাসনের নীতি তুলনামূলক নমনীয় হলেও সাম্প্রতিক এ গ্রেফতার বাংলাদেশী অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।  অভিবাসন বিশেষজ্ঞরা বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদেরকে ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আইনি সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

সর্বশেষ খবরে জানা গেছে তাকে পেনসিলভানিয়ার মোসাহনন ভ্যালী কারেকশন সেন্টারে রাখা হয়েছে। আইস এর ওয়েবসাইটের মাধ‍্যমে এই তথ‍্য জানা গেছে।
গোটা আমেরিকায় আইসের এমনি ১৮৫টি কারেকশন সেন্টার রয়েছে। আটককৃত ব‍্যক্তিদের বিভিন্ন প্রক্রিয়া শেষে কারেকশন সেন্টার থেকে তাদের নিজ নিজ দেশে ডিপোর্টেশন করা হচ্ছে।
মোসাহনন ভ্যালী কারেকশন সেন্টার নর্থ ইস্ট আমেরিকার সর্ববৃহৎ ডিটেনশন সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *