আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালিত

হ-বাংলা নিউজ:

সুব্রত চৌধুরী : গত ৩১ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির শোবোট হোটেলে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালন উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

 অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সম্মাননা প্রদান, ধর্মীয় পুস্তক প্রদর্শনী, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।

 পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে আমের কাশ্মীরি স্বাগত বক্তব্য রাখেন ।

 হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইমাম আমিন মুহাম্মদ

ও ইমাম আবদুল মুইজ।

অনুষ্ঠানে  নিউ জার্সি রাজ্যের  এসেম্বলিম‍্যান ডন

গার্ডিয়ান, আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মলসিনিয়র, আটলান্টিক কাউন্টির কমিশনার এট

 লারজ  জন রিসলি, শোবোট হোটেলের স্বত্বাধিকারী বার্ট ব্লাটস্টেইন,সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ , আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান,প্রাক্তন কাউন্সিলম‍্যান আনজুম জিয়া,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,বিএএসজে ট্রাষটি বোর্ড সভাপতি আব্দুর রফিক প্রমুখ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন করেছিল আটলান্টিক সিটি মার্চেন্ট  এসোসিয়েশন ও সাউথ এশিয়ান এসোসিয়েশন অব সাউথ জার্সি। 

আয়োজকদের পক্ষে আমের কাশ্মীরি,মালিক সোহেল,

আবিদ কাইউম,আসাদ চৌধুরী,আদিল মালিক,

সরফরাজ আহমদ,মো: ইমরান,মঈন খান,বেনহুর সলোমন,কামরান আজিজ,মো: জামিন, মো: ওয়াইস,মো: সেলিম অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *