বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে সিআইডি

হ-বাংলা নিউজ:বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডি বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও কাঁচপুর অ্যাপারেলস নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইতে ২ কোটি ৬০ লাখ ৯৮৪ টাকা পাচার করা হয়েছে।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সালমান এফ রহমানের পুত্রের মালিকানাধীন দুবাইয়ের আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই, সাইফ লাউঞ্জে এসব অর্থ পাচার হয়। এই ঘটনার পর মানি লন্ডারিং মামলা হয় এবং সে মামলার তদন্ত চলমান রয়েছে। সেই তদন্তের অংশ হিসেবে আদালতের অনুমতিতে ঢাকায় অবস্থিত কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে।

সিআইডি আরও জানায়, সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমানসহ অন্যান্য আসামিরা একত্রিত হয়ে বিদেশে টাকা পাচারের উদ্দেশ্যে বৈদেশিক বাণিজ্যের আড়ালে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

তদন্তকারীরা জানিয়েছেন, আসামিদের নামে ঢাকার দোহার থানার এলাকায় প্রায় দুই হাজার শতাংশ জমি, গুলশানের দ্য এনভয় ৮৪ নামের বিল্ডিং, গুলশানে একটি ছয় হাজার বর্গফুটের ফ্ল্যাট, গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬তলা বিল্ডিং এবং আরও একটি ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পত্তি জব্দ করা হয়েছে। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

এছাড়া, সিআইডি জানায়, ট্রেড বেইসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *