কালো তালিকা থেকে বেরিয়ে আবার ভারতীয় সিনেমায় ফিরছেন- ফেরদৌস

কালো তালিকা থেকে বেরিয়ে আবার ভারতীয় সিনেমায় ফিরছেন দুই বাংলার নায়ক ফেরদৌস। ছবির নাম ‘মীর জাফর চ্যাপটার ২’। এটি পরিচালনা করবেন অর্ক দীপ মল্লিকা নাথ। আগামী ১ জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। ফেরদৌস জানালেন কাজটি করছি। তিন-চার মাস ধরে ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। সম্প্রতি কাজটি চূড়ান্ত  হয়েছে। বলেন, ‘ছবির প্রি-প্রোডাকশনের জন্য ২৬ নভেম্বর কলকাতা যাচ্ছি। ছবির আমার চরিত্রের লুকসেটের জন্য ফটোশুটে অংশ নিতে হবে। এ জন্য বেশ কয়েক দিন থাকতে হবে ওখানে। আগামী ১ জানুয়ারি ছবির শুটিং শুরুর কথা। আমার অংশের শুটিং শুরু হবে সম্ভবত ৫ জানুয়ারি থেকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *