রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তির পক্ষে ৬৮% জনগণ, ৮৩% চান সরাসরি নির্বাচন

হ-বাংলা নিউজ:

হ-বাংলা নিউজ:

বাংলাদেশে প্রায় ৬৮% মানুষ রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান, আর ২৯% মানুষ চান রাষ্ট্রপতি দলীয় ব্যক্তি হোক। একইসঙ্গে, ৮৩% জনগণ সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন, তবে ১৩% মানুষের মতামত সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে।

এ তথ্যগুলো উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জাতীয় জনমত জরিপ থেকে, যা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের জন্য তৈরি করা হয়েছে। জরিপটি ২০-২২ ডিসেম্বর সময়কাল ধরে পরিচালিত হয় এবং এতে ৬৫% মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।

এছাড়া, জরিপে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন সম্পর্কে ৬৩% মানুষ বিরোধিতা করেছেন, তবে ৩১% মানুষ এ বিষয়টি সমর্থন করেছেন। প্রায় ৫% মানুষ বলেন, এ বিষয়ে তারা জানেন না।

রাষ্ট্রপতি পদে প্রত্যাশিত ব্যক্তির ধরন সম্পর্কে জানতে চাওয়া হলে, ৬৮.২৮% মানুষ নির্দলীয় ব্যক্তির পক্ষে মতামত দিয়েছেন, ২৮.৫৭% মানুষের পক্ষে দলীয় ব্যক্তির পক্ষে মতামত ছিল। ২.৩৯% জানেন না এবং ১% কিছু বলেননি।

এ ছাড়া, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য রোধে ৪৭.৮২% মানুষ মনে করেন যে, রাজনৈতিক দল বা তাদের প্রার্থীর এই দায়িত্ব, আর ৪৪.৫৭% জনগণের এই দায়িত্ব মনে করেন। নির্বাচনে ‘না’ ভোট জয়ী হলে নতুন নির্বাচন আয়োজনের পক্ষে ৭৮% মানুষ মত দিয়েছেন।

জরিপে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে ৪৭% মত দিয়েছেন, আর ৪৪% জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা করার পক্ষে মত দিয়েছেন।

আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে, ৭৮% মানুষ জাতীয় সংসদে কোনো আসনে ৫০% ভোট না পড়লে পুনর্নির্বাচনের পক্ষে, ৭৪% মানুষ সংরক্ষিত নারী আসন ১০০টিতে উন্নীত করার এবং সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।

এছাড়া, বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখার বিষয়ে ৫০% মানুষ বিরোধিতা করেছেন, এবং প্রবাসীদের জন্য ইলেকট্রনিক ভোটিং আয়োজনের পক্ষে ৮৭% মানুষের মতামত ছিল।

এই জরিপে ৪৬,০৮০ জন মানুষ অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *