Title: সাভারের জাহিদ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড

হ-বাংলা নিউজ:

সাভারের জাহিদ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির কাজী আহসান তাকবীর, রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামারের কাজল এবং সাভারের বনপুকুর এলাকার মৃত আরব উল্লাহর ছেলে লাল চান।

আদালত রায় ঘোষণার সময় কাজলকে উপস্থিত থাকতে বলা হয়। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে, এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

জাহিদ হত্যার ঘটনায় তার বাবা মো. আনোয়ার হোসেন ২০১৩ সালে সাভার থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ঢাকা জেলার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২ মার্চ আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীকে পরীক্ষা-নিরীক্ষা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *