নতুন গানের পাশাপাশি বিয়েও সেরে ফেললেন সাবরিনা পড়শী

হ-বাংলা নিউজ:

গানের জগতে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করছেন নিয়মিত। তবে তার ব্যস্ততার মাঝে সুখবরও এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের কাছের কয়েকজন। জানা গেছে, পড়শী এবং নিলয়ের প্রথম পরিচয় হয় ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায়, যেখানে একই আসরে তারা অংশগ্রহণ করেছিলেন। এরপর ২০১০ সালে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান।

গত বছর নিলয়ের পরিবার যখন বাংলাদেশে আসেন, তখনই দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয়। পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোন পরিবারই প্রকাশ্যে কিছু বলতে চাননি।

পড়শী ও নিলয়ের পরিবারের কাছের সূত্র জানায়, তারা আপাতত বিয়ের খবর প্রকাশ্যে আনতে চান না। তাই বিয়ের তারিখ বা অন্য কোনো বিস্তারিত তথ্যও শেয়ার করতে চাইছে না পড়শী পরিবার।

চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে সবার পরিচিতি পাওয়া সাবরিনা পড়শী গানের জগতে ১৬ বছর পার করেছেন। গানের পাশাপাশি, সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। এই ঈদুল ফিতরে দর্শকেরা তার প্রযোজিত নাটক উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *